ঢাকাবুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

পাকিস্তানে সাংবাদিককে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন রিপোর্ট

সোমবার, ১২ জুন ২০১৭ , ০৯:০৩ এএম


loading/img

পাকিস্তানে প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা। রোববার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে এ হত্যাকাণ্ডটি ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয় পুলিশ ও ওই সাংবাদিকের অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে বলে খবর প্রকাশ করে স্থানীয় গণমাধ্যম দ্য গাল্ফ টুডে ও সিনহুয়া।

এক পুলিশ কর্মকর্তা বলেন, প্রদেশের হরিপুর জেলায় নিজের বাড়িতে ‘দ্য কে২ টাইমস’ পত্রিকার ব্যুরো চিফ বখশিশ আহমেদের ওপর এ হামলা করা হয়।

বিজ্ঞাপন

এদিকে ইসলামাবাদ ভিত্তিক পশতু ভাষার খাইবার টেলিভিশন এর সত্যতা নিশ্চিত করেছে।

ওই সাংবাদিকের অফিস থেকে বলা হয়েছে, বখশিশ অফিসে যাওয়ার পথে মোটরসাইকেল আরোহী বন্দুকধারীরা তাকে লক্ষ্য করে হামলা চালায়। ইসলামাবাদ থেকে প্রায় ১শ কিলোমিটার উত্তরপশ্চিমে এ ঘটনা ঘটে।

ঘটনার পর হামলাকারীরা পালিয়ে যায়।

বিজ্ঞাপন

কোনো গোষ্ঠী বা সংগঠন এখনও এই হামলার দায়িত্ব স্বীকার করেনি। পুলিশ জানায়, তারা এই হামলার কারণ অনুসন্ধানে তদন্ত চালানো হচ্ছে। বিগত ১৫ বছরে পাকিস্তানে অন্তত ১১৭ সাংবাদিককে হত্যা করা হয়েছে।

বিজ্ঞাপন

সি/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |